মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ১২:০০, বুধবার, ১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

  •  ১ মে  আন্তর্জাতিক শ্রমিক দিবস 
  • বাংলাদেশসহ বিশ্বের ৮০টির বেশি দেশে সরকারি ছুটি 
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন 

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন ১ মে। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শহীদ শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করতে পালিত হয় মহান মে দিবস। সে দিন দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা 'হে' মার্কেটে জমায়েত হয়।

তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি বোমা নিক্ষেপ করে অজ্ঞাতনামা এক ব্যক্তি।ফলে পুলিশ ক্ষুব্ধ হয়ে শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করলে ১১ জন শ্রমিক নিহত হয়।

এর ফলশ্রুতিতে ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে ১ মে'র শোকগাঁথাকে অমর করে রাখতে দিনটিকে  শ্রমিক দিবস ঘোষণা করা হয়। 

এই ঘোষণার পরের বছর ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বিশ্বের ৮০টির বেশি দেশে মে দিবস সরকারি ছুটির দিন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়