গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৮, শুক্রবার, ৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

অবরুদ্ধ গাজা উপত্যকায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী।

৩ মে, ফিলিস্তিনি নারীদের এই দুর্ভোগের কথা জানিয়েছে দেশটির শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে অন্তঃসত্ত্বা বা স্তন্যপান করানো নারীরা প্রয়োজনীয় পুষ্টি বা স্যানিটেশন পাচ্ছেন না। বর্তমানে এদের মধ্যে প্রায় এক লাখ ৫৫ হাজার নারী চরম দুর্ভোগে আছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নারীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ইউএনআরডব্লিউএ। সেই চিত্রে দেখা গেছে, ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী।

ইউএনআরডব্লিউএ’র মতে, নিহতদের মধ্যে অনেকেই মা। এর মানে, গড়ে প্রতিদিন ৩৭ জন শিশু তাদের মা হারাচ্ছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়