ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
জানা যায়, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে…
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৭টা থেকে এ সড়কে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এ যানজট হয়।
জানা যায়, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। এ সময় চরম দুর্ভোগে পড়েন ঈদের ঘরমুখো মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েন।
পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
দিনবদলবিডি/আরএজে