নেইমারকে নিয়ে যা বললেন পিএসজির নতুন কোচ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩১, বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯

কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার পরে নেইমার জুনিয়রের ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছে। চেলসি তাকে কেনার ব্যাপারে যোগাযোগ করছে বলেও খবর এসেছে। তবে প্যারিসের ক্লাবটির কোচের দায়িত্ব নিয়ে ওই গুঞ্জনের পাল ছিড়ে দিয়েছেন ক্রিস্টোফার গালতিয়ের।

তিনি পিএসজির কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এছাড়া এমবাপ্পেকে নিয়েও কথা বলেছেন নতুন কোচ। দলের সেরা কিন্তু তরুণ ফুটবলারের কাঁধে প্রত্যাশার চাপ আসতে দিতে চান বলে মন্তব্য করেছেন।

গালতিয়ার বলেছেন, নেইমার বিশ্বমানের ফুটবলার। এমন কোন কোচ নেই যিনি তাকে দলে চান না। এখনও আমার তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তবে তাকে নিয়ে আমার পরিষ্কার পরিকল্পনা আছে। দলে আমাদের ভারসাম্য আনতে হবে। আমি চাই, সে প্যারিসে থাকুক।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়