কক্সবাজারে ভূমিকম্প অনুভূত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩১, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তথ্য পাওয়া যায়নি।

দিনবদলবিডি/Enam

সর্বশেষ

পাঠকপ্রিয়