রোহিঙ্গা শিবিরে মিলল অপহৃত ইমামের লাশ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:২৩, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা শিবির থেকে অপহৃত রোহিঙ্গা ইমাম সামসুল আলমের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সামসুল আলম উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-ব্লকের বাসিন্দা। মধুরছড়া আশ্রয় শিবিরের একটি মসজিদের ইমাম ছিলেন তিনি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে নিজ ঘর থেকে সামসুল আলমকে অস্ত্রের মুখে অপহরণ করে একদল মুখোশধারী দুর্বৃত্ত। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। 

শনিবার সকালে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওসি আরো বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজন বা কোনো দুষ্কৃতকারী গোষ্ঠীর লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে। 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়