বাড়ছে পানির দাম

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:৪৭, বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পানির দাম আরো ৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড…

পানির দাম আরো ৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পানির দামের পাশাপাশি সমহারে বাড়বে স্যুয়ারেজ বিলও। বিদ্যমান ব্যবস্থায় পানির বিল ১০০ টাকা হলে গ্রাহককে আরো ১০০ টাকা স্যুয়ারেজ বিলসহ মোট ২০০ টাকা পরিশোধ করতে হয়।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহককে পানি ও স্যুয়ারেজ বিল বাবদ মোট ২১০ টাকা পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে কারওয়ানবাজারে ঢাকা ওয়াসা ভবনে অনুষ্ঠিত ওয়াসা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা বলেন, বোর্ড সভায় পানির মূল্য ২০ ভাগ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। বোর্ড ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এই দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়