বাবা হারালেন মোস্তফা সরয়ার ফারুকী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৫৫, শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ২৪ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আব্দুর রউফ ফারুকী মারা গেছেন…

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আব্দুর রউফ ফারুকী মারা গেছেন।

শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় তার মৃত্যু হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ফারুকীর ঘনিষ্ঠজন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ফেসবুকে রাজ লিখেছেন, বস মোস্তফা সরয়ার ফারুকীর আব্বা একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ফারুকী দেশের অন্যতম সেরা নির্মাতা হিসেবে পরিচিত। বাংলা নাটক ও সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তার হাত ধরে। এছাড়া তার সহচর্যে থেকে অনেক নির্মাতা ও শিল্পী ইন্ডাস্ট্রিতে এসেছেন। যারা এখন দাপটের সঙ্গে অনবদ্য সব কনটেন্ট উপহার দিচ্ছেন।

এজন্য সবার কাছেই ফারুকীর বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ফারুকীর বাবার মৃত্যুতে শোকাহত সকলেই। রাজের পোস্টে শোবিজ জগতের অনেকেই শোকার্ত মন্তব্য করেছেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা আহসান কবির, জামিল হোসেন, রাশেদ মামুন অপু, গায়িকা লোপা হোসেন, নির্মাতা-অভিনেতা কচি খন্দকারসহ আরও অনেকে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়