গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৫

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৮, মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২২ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত শতাধিক জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ১৫ জনের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং হতাহতদের উদ্ধারে পাঁচটি অ্যাম্বুলেন্স কাজ করছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়