অবশেষে বদলি দেবিদ্বারের ইউএনও
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বহুল বিতর্কিত, আলোচিত ও সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর দ্বিতীয় দফায় আবারো বদলির আদেশ হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর ৭ মার্চ স্বাক্ষরিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলী করা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে বদলি করা হয়েছিলো। সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রোটোকল ভেঙ্গে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ নানা অভিযোগ রয়েছে। ইউএনও’র বদলির সংবাদ উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে তার দ্বারা ভুক্তভোগীরাসহ সমাজের নানা শ্রেণী- পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে একাধিকবার সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় অসংখ্য সংবাদের শিরোনাম হন তিনি। দেবিদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিলো। কিন্তু বিশেষ খুঁটির জোরে ওই বদলি স্থগিত করে এতদিন তার পদে বহাল ছিলেন।
তিনি গত ২০ ফেব্রুয়ারি দেবিদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা করে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫টি সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে আবারো বির্তকের জন্ম দিয়ে ব্যাপক সমালোচিত হন। এর আগে গত জাতীয় বিজয় দিবস অনুষ্ঠানে সরকারী প্রটোকল ভেঙ্গে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন। গত ২ মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে লোকজন কম থাকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করে মিডিয়ার শিরোনাম হন তিনি।
৬টি সিএনজি/ ইজিবাইক, কার, মাইক্রো, এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ডগুলোর মধ্যে দেবিদ্বার- চান্দিনা সড়কের বিআরডিবি’র আওতাভুক্ত ইউসিসি এর ষ্ট্যান্ড ছাড়া বাকী সবগুলোই ‘কুমিল্লা-সিলেট হাইওয়ে সড়কের উপর প্রতিষ্ঠিত এবং নিউমার্কেট থেকে সরকারী হাসপাতাল ও থানা গেইটের ৫০০ মিটারের মধ্যে ষ্ট্যান্ডগুলোর অবস্থান। এর মধ্যে দেবিদ্বারে অবস্থিত জেলা পরিষদ মার্কেটের গলি থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত পুরো রাস্তা কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থিত।
জনস্বার্থে এই স্ট্যান্ডটি ইজারা না দেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এক চিঠি দিয়ে পৌর প্রশাসককে অনুরোধও করেছিলেন। তাঁর অনুরোধ সত্ত্বেও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও কুমিল্লা সিলেট মহাসড়কও ইজারা দেন।
এছাড়াও গত ২ মার্চ দেবিদ্বারে এক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে ছাত্রীদের দিয়ে ভোটার দিবস পালন করেন তিনি। এ ব্যাপারে ইউএনও ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
দিনবদলবিডি/Rakib