বিয়ের পিঁড়িতেই ঘুমিয়ে পড়লেন বর! অতঃপর যা করলেন কনে
রকমারি ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে পড়লেন মাতাল বর। ফলে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে না পারায় বিয়ে ভেঙে দেয় কনে। ভারতের আসাম রাজ্যে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিদবেদন থেকে জানা যায়, ধুমধাম করে চলছে বিয়ের আয়োজন। সবার অপেক্ষা বরযাত্রীর। অবশেষে বরযাত্রীরা এসে পড়লেও বরকে নামাতে গিয়েই বাঁধে বিপত্তি। বর এতোটাই মাতাল যে গাড়ি থেকে নামতে পারছিলেন না।
পরে কয়েকজন ধরাধরি করে তাকে কোনোরকমে বিয়ের মঞ্চে নিয়ে যায়। সেখানে শুরু হয় আনুষ্ঠানিকতা। পুরোহিত মন্ত্র আওড়াতে থাকেন। কিন্তু বরকে কোনোভাবেই মন্ত্র বলানো যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও যখন কিছু হচ্ছিল না তখন রাগে বিয়েই ভেঙে দেন কনে।
বরের নাম প্রসেনজিত হলোই। তিনি নলবাড়ি শহরের বাসিন্দা। এ উদ্ভট ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে নলবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে কনের পরিবার।
দিনবদলবিডি/এমআর