সম্মাননা পেল জিয়াউল হক পলাশের ‘ডাকবাক্স’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৮, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

অভিনেতা ও পরিচালক জিয়াউল হক পলাশের নির্মিত প্রতিষ্ঠান ‘ডাকবাক্স’ পেয়েছে বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে।

এক্সেলেন্ট কন্ট্রিবিউশন টু দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় পলাশের সংস্থাটিকে। শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আয়োজনের মাধ্যমে সম্মাননা তুলে দেওয়া হয় পলাশের হাতে।

এই সংস্থাটি মূলত সামাজিক সেবামূলক কর্মকাণ্ড করে থাকে।

এমন একটি স্বীকৃতি পাওয়া দারুণ উচ্ছ্বসিত পলাশ। কালের কণ্ঠকে এমনটাই জানালেন ব্যাচেলর অভিনেতা। একই সঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমাসহ একাধিক শুভাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পলাশ।’

তিনি বলেন,‘আমার ডাকবাক্সে'র সকল তরুণ, নিবেদিত প্রাণকে কৃতজ্ঞতা। যারা প্রতিনিয়ত ফাউন্ডেশনের হয়ে দিন রাত কাজ করে গেছে। আজকের এই দিনে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই মুন্না ভাইকে। যিনি ডাকবাক্সের কর্মযজ্ঞকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন। নোয়াখালীর শীতবস্ত্র বিতরণে তাঁর অবদান মনে থাকবে আমাদের।’

পূর্ণিমাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাই পূর্ণিমা আপুকে। ডাকবাক্সের শুরুর যাত্রায় এই মানুষটি আমাদের পাশে ছিলেন। পবিত্র রমজান মাসে ইফতার বিতরণে তিনি আমাদের সাথে শরীক হয়েছিলেন।’

পলাশ বলেন, ‘খুব মনে পড়ছে জুনায়েদ ইভান, কাজল আরেফিন অমি ভাইকে। পিঠ চাপড়ে সামনে এগুনোর সাহস এই মানুষগুলোই দিয়েছে আমাকে। আপনারা সাথে পাশে না থাকলে এই অর্জন সম্ভব হতো না। আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ দিন। যে স্বপ্ন নিয়ে ডাকবাক্স ফাউন্ডেশন শুরু করেছিলাম, আজ সেই স্বপ্নে নতুন করে উদ্দীপনা পেলাম। আপনাদের ভালোবাসা, দোয়ায় আরো এগিয়ে যাবো। কথা দিলাম।’

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়