শিনজো আবেকে হত্যার কারণ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে। পুঞ্জীভূত ক্ষোভ থেকে হামলাকারী আগে থেকেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জাপানের পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।
শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
এ ঘটনায় জাপানের পুলিশ তাৎসুইয়া ইয়ামাগামি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। হামলাকারী জাপানের সাবেক নৌসেনা (জাপানিজ মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স)। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি শিনজো আবেকে গুলি করেন। আটকের পর তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
দিনবদলবিডি/আরএজে