আইরিশদের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় আবারও মাঠে নেমেছে টাইগাররা। এবার বাংলাদেশের প্রতিপক্ষ আরেক ইংলিশ দল আয়ারল্যান্ড। তাদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।
দিনবদলবিডি/এমআর