ঈদযাত্রায় ভোগান্তি
‘এখন চিন্তায় আছি নামাজ কই পড়ব’
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আর কয়েক ঘণ্টা পরেই ঈদুল আজহা। শেষ সময়ে অনেকেই ঈদ করতে বাড়ি যাচ্ছেন। কিন্তু গন্তব্যে যেতে চাওয়া কয়েকজন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা পাননি…
আর কয়েক ঘণ্টা পরেই ঈদুল আজহা। শেষ সময়ে অনেকেই ঈদ করতে বাড়ি যাচ্ছেন। কিন্তু গন্তব্যে যেতে চাওয়া কয়েকজন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা পাননি। গত দুই দিনের জ্যামের কারণে নির্ধারিত বাস ঢাকায় পৌঁছায়নি। এখন তাদের একটাই চিন্তা, ঈদের নামাজ কি বাড়ি গিয়ে পড়তে পারবেন নাকি বাসে।
কল্যাণপুরের বিভিন্ন কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
শুধু রাজশাহী বা চাঁপাই রুটে নয়, অধিকাংশ রুটের যাত্রীদেরও একই অবস্থা। বিভিন্ন কাউন্টার ও পরিবহন কর্তৃপক্ষরা বলছেন, গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী যানজটের রেশ রয়ে গেছে আজও। যার প্রভাবে এখনো গন্তব্যে গিয়ে ফিরতে পারেনি অনেক বাস। যেসব বাস ফিরেছে সেগুলো ৩/৪ ঘণ্টার বেশি দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
চাঁপাই পরিবহনের যাত্রী আসাদুল ইসলাম বলেন, সেই ভোরে সদরঘাট থেকে কল্যাণপুর এসেছি। সকাল সাড়ে ৬টায় বাস ছিল। এখনো আসেনি। ইতোমধ্যে সাড়ে ৩ ঘণ্টা দেরি হয়ে গেছে। কাউন্টার থেকে বলছে আরও দেড় দুই ঘণ্টা লেট হবে। ৫/৬ ঘণ্টার বেশি লেট হচ্ছে। কিচ্ছু করার নাই। শুধু চিন্তা করতেছি, নামাজ কোথায় পড়ব, বাড়িতে নাকি বাসে?
কল্যাণপুর টার্মিনালের অরিন, টিআর, এসআর, হানিফ, শ্যামলীসহ বেশ কয়েকটি বাস কাউন্টারে কথা বলে জানা যায়, কম-বেশি সব পরিবহনের বাস আসতে দেরি হচ্ছে।
এসআর পরিবহনের স্টাফ সজিব বলেন, যাদের অতিরিক্ত বাস রয়েছে তারা সামাল দিতে পারছেন। কিন্তু আমাদের অতিরিক্ত বাস নেই, তাই সামলাতেও পারছি না। শিডিউল বিপর্যয়ে পড়ে গেছি। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী যানজটের প্রভাবে এখনো অনেক বাস কাউন্টারে ফেরেনি। ৪ থেকে ৬ ঘণ্টার মতো দেরি।
কল্যাণপুর দেশ ট্রাভেলসের কাউন্টার মাস্টার নজরুল ইসলাম বলেন, আজও যানজট আছে। তবে গত দুদিনের চেয়ে কম। যানজটের প্রভাবে গাড়ি ঢাকা পৌঁছতে এখনো সময় লাগছে।
দিনবদলবিডি/Rony