ঈদে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
জাতীয় ঈদগাহসহ সারাদেশে ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে…
জাতীয় ঈদগাহসহ সারাদেশে ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। র্যাব রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার (৯ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. কামরুল হাসান বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে।
জাতীয় ঈদগাহে পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল থাকবে। পাশাপাশি র্যাব স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে। ঈদগাহে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিরাপত্তা সুইপিং করা হবে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ মোতায়েন থাকবে।
যেকোনো নাশকতা, হামলা মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, যেকোন পরিস্থিতিতে র্যাব এয়ার উইং-এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তায়, প্রবেশদ্বারে চেকপোস্ট স্থাপন করা হবে।
ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নম্বর ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, নাশকতাসহ যেকোন উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করতে পর্যাপ্তসংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র্যাব।
তিনি বলেন, ভার্চুয়াল জগতে ঈদুল আজহাকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে।
দিনবদলবিডি/Rony