আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, রয়েছে চমক

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:১২, বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে ক্রিকেট বিশ্বকে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে সাকিবের দল। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। লক্ষ্য সেই একই। আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২২ মার্চ) এক বিবৃতির মাধ্যমে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত ১৪ সদস্যের দলে বেশকিছু চমক রয়েছে। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনিক। এছাড়াও ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

এই দুইজনের যেমন অন্তর্ভুক্তি হয়েছে, তেমনই ইংল্যান্ড সিরিজে থাকলেও দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়