ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহার ছুটিতে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন…
পবিত্র ঈদুল আজহার ছুটিতে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, গতকাল শুক্রবার (৮ জুলাই) এসব মানুষ ঢাকা ছেড়েছেন।
মন্ত্রী জানান, ৮ জুলাই ঢাকা ছেড়ে যাওয়া সিম ব্যবহারকারীদের মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।
উল্লেখ্য, একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। শিশুদের নামে সিম নিবন্ধন করা নেই। ফলে এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।
দিনবদলবিডি/Rony