রোজার প্রথম দিনে ঢাকায় স্বস্তির বৃষ্টি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৫৯, শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রমজানের প্রথম দিনে রাজধানীতে চৈত্রের প্রখর রোদ বেশ তাতিয়ে তুলেছিল। শুক্রবার (২৪ মার্চ) বেলা ৩টা নাগাদ হঠাৎ করেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়, এর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায়। আবার কোনও কোনও এলাকায় বৃষ্টির সময় রোদও দেখা গেছে।

জানা গেছে, রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, শ্যামলী, ধানমন্ডি, কলাবাগান, কাওরান বাজার, ইস্কাটন, মগবাজার, শান্তিনগর ও মতিঝিলসহ বিভিন্ন এলাকাতেই বৃষ্টি হয়েছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়