নিজের স্বপ্নের কথা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১০, শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

গত কয়েক দিন বিভিন্ন ইস্যুতে আলোচনায় সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার আজ তার ৩৬তম জন্মদিনে মহতী এক উদ্যোগে সাড়া ফেলেছেন। বিশেষ দিনটিতে বাঁহাতি ক্রিকেটার নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

অবশ্য তার এই উদ্যোগের কথা বেশ কিছু দিন ধরে আলোচনাতে ছিল। যে উদ্যোগে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন সাবেক কয়েকজন ক্রিকেটার ও দুজন স্বনামধন্য কোচ। সাবেক ক্রিকেটারদের সেই গ্রুপটির অন্যতম সদস্য হিসেবে অনুষ্ঠানে ছিলেন নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ।

সাবেক কোচদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক বলে পরিচিত নাজমুল আবেদীন ফাহিম এই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য। শুক্রবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের এই মহতী উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। তারপর টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব নিজের বক্তব্যে ফাউন্ডেশন গড়ে তোলার কারণ উপস্থাপন করেছেন, ‘রোজা শুরু জুমার দিন, আজ আমার জন্মদিন। একদিনে সব মিলে গেছে। দিনটি আলাদা আরেকটি কারণে বিশেষ, আমাদের নতুন একটি উদ্যোগের কারণে। অনেক সময় আমি অনেক কাজের সঙ্গে জড়িত হয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। কিন্তু এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যানসার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটাই কারণ।’

ফাউন্ডেশন দিয়ে সাকিবের স্বপ্ন এখন বড় একটা হাসপাতাল তৈরি। যাতে সুবিধা বঞ্চিত মানুষেরা তার সেবা নিতে পারেন, ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন কাজ করতে চায় সেসব মানুষের জন্য, যাদের ব্যয়বহুল এই চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। আমরা যদি ১০০ বা এক হাজার মানুষকে সহায়তা করতে পারি সেটাই অনেক বড় অর্জন হবে। আমাদের স্বপ্ন বড় একটা ক্যানসার হাসপাতাল করার। যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল কিছু থাকবে।’

সাকিবের মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি সাকিবের উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘আজকে সাকিবের জন্মদিন, আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল, কিন্তু জানতাম না। এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম, সত্যিই এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়