দক্ষ চালক তৈরি হলে দুর্ঘটনা হ্রাস পাবে: সড়ক সচিব

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৯, শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, চালকদের আরও দক্ষ হতে হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে।

আজ শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ব্র্যাক ড্রাইভিং স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সড়ক সচিব বলেন, প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছে। কেউ হারাচ্ছেন বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন। এই মৃত্যুতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। চালকদের আরও দক্ষ হতে হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন প্রমুখ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়