এবার ভিক্ষুক সেজে ছিনতাই, ছোরাসহ গ্রেপ্তার ৪

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:১৪, রবিবার, ১০ জুলাই, ২০২২, ২৬ আষাঢ় ১৪২৯
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা -ছবি: সংগৃহীত

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা -ছবি: সংগৃহীত

এবার ভিক্ষুক বা সাহায্যপ্রার্থী সেজে ছিনতাইয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ…

এবার ভিক্ষুক বা সাহায্যপ্রার্থী সেজে ছিনতাইয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর উত্তরা- ১১ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলো- পারভেজ, জুয়েল, সোহাগ হাসান ও অপু।

তারা বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান করে লোকজনকে বলে, বাড়ি যাব, টাকা নাই, কিছু আর্থিক সহযোগিতা দরকার। এরপর সুযোগ বুঝে ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর সব কিছু লুট করে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার চারজনই একাধিক মামলার আসামি। তাদের টার্গেট দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে নারী, বৃদ্ধ, সহজ-সরল প্রকৃতির লোকদের কিছুটা নির্জন স্থানে সালাম দিয়ে থামায়। এরপর ‘আমি ঢাকায় এসে ব্যাগ হারিয়ে ফেলছি। বাড়ি যাওয়ার টাকা নাই। কিছু আর্থিক সহযোগিতা করেন।’ এ ধরনের কথা বলে সহায়তা বা ভিক্ষা চায়।

এসব কথা বলতে বলতে যখন জায়গাটি আরেকটু নির্জন হয় তখনই পাশ থেকে অন্যান্য সহযোগীরা চলে আসে এবং ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়। একই কায়দায় ছিনতাই করতেই শনিবার রাতে তারা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে জড়ো হয়। যোগ করেন ওসি মোহাম্মদ মহসীন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়