কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথের ছাত্রী নিহত

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪২, শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আখতার (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে লালবাগের শাহিন গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রী উবারের একটি মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন।

লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, আমরা খবর পেয়ে শামীম গার্মেন্টসের সামনে রক্তাক্ত অবস্থায় সানজিদাকে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়