সরাসরি বিশ্বকাপে খেলার আরও কাছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০২, শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এই জয়ে বিশ্বকাপ সুপার লিগে ২০ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। সেইসঙ্গে আগামী মাসে বাংলাদেশের কাছে তিন ম্যাচ সিরিজের একটিতে হারতে হবে আয়ারল্যান্ডকে।

শুক্রবার (৩১ মার্চ) বোনোনিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ৫৮ রান তুলে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পরের দিকের ব্যাটাররা বড় জুটি গড়তে পারেনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬ ওভার ১ বলে ১৮৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দলের পক্ষে তেজা নিদামানুরু ৪৮ ও ওপেনার বিক্রমজিত সিং ৪৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা ও তাবরিস শামসি ৩টি করে ও এনরিচ নর্টি ২টি উইকেট নেন।

১৯০ রানের জবাবে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৯ রান করে ফিরেন ওপেনার কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেটে ৭৯ বলে ৭০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন। ৩১ রান করে আউট হন ডুসেন। ডুসেনের আউটের পর আইডেন মার্করামকে নিয়ে তৃতীয় উইকেটে ৬৯ বলে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২০ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন বাভুমা। ৮টি চার ও ১টি ছক্কায় ৭৯ বলে অপরাজিত ৯০ রান করেন বাভুমা। ৩৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫১ রান করেন মার্করাম। ম্যাচ সেরা হন মাগালা। রোববার (২ এপ্রিল) জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়