স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০৬, রবিবার, ১০ জুলাই, ২০২২, ২৬ আষাঢ় ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


 ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে ভোলার আলীনগরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাহিদ (২০)। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। এ ঘটনায় পুলিশ ঘাতক রাইহানকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাইহান ও তার স্ত্রীর তামান্নার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রাইহানের স্ত্রী তামান্না দৌড়ে নাহিদদের বাসার সামনে গেলে এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন নাহিদ। এ সময় রাইহানের হাতে থাকা বটি দিয়ে অতর্কিত ভাবে নাহিদের গাড়ে কোপ দেয়। এতে প্রচুর রক্ত ক্ষরণ হয়।

স্থানীয়রা আহত নাাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহিদের। খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইহানকে আটক করেন। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা থানায় রাইহানের বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে। এ ঘটনায় নাহিদের বাবা শাহে আলম আসামির রাইহানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়