শক্তিশালী ভূমিকম্পে কাপল পাপুয়া নিউ গিনি ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৫, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২০ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনিতে আঘাত হেনেছে সাত মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) ভোরের দিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৪টার কিছুক্ষণ পরেই আঘাত হানে এটি।

তবে ভূমিকম্পটি প্রবল শক্তিশালী হলেও এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের ফলে নরম মাটি আলগা হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও এলাকাটি খুবই কম জনবসতিপূর্ণ।

এদিকে, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পৃথিবীর অন্য প্রান্তে অবস্থিত রাশিয়ায়।

দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এর জন্য সুনামি হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞেরও খবর পাওয়া যায়নি।

রুশ মন্ত্রণালয়টির তথ্যমতে, সোমবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে এবং ১০০ কিলোমিটার গভীরে আঘাত হানে এ ভূকম্পন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়