চ্যাটজিপিটি ব্যবহার করুন টেলিগ্রামে
অনলাইন ডেস্ক || দিন বদল বাংলাদেশ
কেমন হতো যদি টেলিগ্রামেই চ্যাটজিপিটি ব্যবহার করা যেতো? অনেক গুরুত্বপূর্ণ লেখা ওখানেই বানিয়ে শেয়ার করা সহজ হতো৷ কিন্তু টেলিগ্রাম তো এই ফিচার যুক্ত করেনি। ভবিষ্যতে করবে এমন কোনো ধারণাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি চাইলে টেলিগ্রামেই চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। কাজটি সহজ। কিভাবে? চলুন জেনে নেই:
- প্রথমে আপনাকে Roger AI নামক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে 'Use with Telegram' অপশনে ক্লিক করুন। তারপর 'Open' ট্যাবে ক্লিক করুন।
- ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টেলিগ্রামে একটি মেসেজ যাবে। সেই ম্যাসেজে ট্যাপ করলে আপনাকে সাইন আপ করতে বলা হবে। চিন্তার কিছু নেই। আপনার ডাটার কোনো ক্ষতি হবে না।
- সাইন আপের জন্য জরুরি সব তথ্য পূরণ করুন।
- সাইন আপ হয়ে গেলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন
- এভাবেই রজারের সঙ্গে আপনি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। টেলিগ্রামে তাকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন সহজে।
দিনবদলবিডি/Jannat