কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালে ডুবে কিশোরের মৃত্যু
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
কোরবানির গরু গোসল করাতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলীর কুরুলিয়া খালে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলীর কুরুলিয়া খালে কোরবানির গরু গোসল করাতে গিয়ে পানিতে ডুবে নাবিল রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত নাবিল ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে কাউতলী আইডিয়াল রেসিন্ডেসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
রবিবার (১০ জুলাই) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার (১০ জুলাই) সকালে নাবিল কুরুলিয়া খালে তাদের কোরবানির গরু গোসল করাতে নামে। হঠাৎ সে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে জানায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা নিখোঁজের চার ঘণ্টা পর খাল থেকে নাবিলের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিনবদলবিডি/আরএজে