বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮
বান্দরবান সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের পড়নে ‘ইউনিফর্ম’ রয়েছে। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পাড়ার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এসে আশ্রয় নেন।
দিনবদলবিডি/এমআর