বিএনপি পবিত্র সংসদকে কলুষিত করেছিল: শাজাহান খান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪০, শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২৫ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের সংসদে এনে বিএনপি পবিত্র সংসদকে অপবিত্র-কলুষিত করেছিল।

আজ শনিবার জাতীয় সংসদের ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বিশেষ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, ‘জাতীয় সংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া, তার স্মৃতিধন্য। কিন্তু ১৯৭৫-এর ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে প্রত্যক্ষভাবে হত্যা করেছিল, তাদের এই সংসদে এনে বসিয়েছিল বিএনপি। তাদের হাতে পতাকা তুলে দিয়েছিল, যাদের হাত বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত। বিএনপি এভাবে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে এনে পবিত্র সংসদকে অপবিত্র-কলুষিত করেছিল।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি বাকস্বাধীনতা, গণতন্ত্রের কথা বলছে। কিন্তু ২০১৪-১৫ সালে তারা গণতন্ত্রের জিকির তুলে নির্বাচন বানচাল করার জন্য অগ্নিসন্ত্রাস করে। শত শত মানুষকে পুড়িয়ে-কুপিয়ে মারে। তারা এভাবে শ্রমজীবী, সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিজয় লাভ করে বাড়ি ফেরার যে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি। বিজয় দূরের কথা, মাথা নিচু করে তাকে বাড়ি ফিরতে হয়েছে।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আসুন, নির্বাচনে অংশ নিন। একটি শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে, তাদের নেতৃত্বে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা অংশ নিয়ে জনগণের ভোটে জিতে ক্ষমতায় আসুন। অন্য কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ নেই।’

এ সময় রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কির ‘বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কথাটা আপেক্ষিক’ এমন উদ্ধৃতি দিয়ে বিএনপির সমালোচনা করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

তিনি আরও বলেন, ‘(লাস্কির) এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা বলতে বিএনপি যা বোঝায় তা কিন্তু নয়। আমরা মনে করি আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, শিক্ষিতের হার, অর্থনৈতিক অগ্রগতির যে অবস্থা, তার ওপর ভিত্তি করে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার কথা।’

শাজাহান খান বলেন, ‘শিক্ষা ও সামাজিক সচেতনতা এবং আর্থিক ব্যবস্থায় অনগ্রসর দেশে ততটা বাক স্বাধীনতা আশা করা অন্যায়। এই স্বাধীনতা অনগ্রসর দেশে দেওয়া হলে তা হবে শিশুর হাতে খুন্তি তুলে দেওয়ার মতো।’

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়