শাসন করায় চাচাকে খুন, ভাতিজা গ্রেফতার

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৫, শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ২ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  এ ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা শাহিন মিয়াকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোশারফ ওই গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় শাহীন তার মা ও বোনের সঙ্গে টাকা নিয়ে ঝগড়া করে। তখন মোশারফ হোসেন এগিয়ে এসে শাহিনকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন তার চাচাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন।  পরে আহত মোশারফকে স্থানীয়রা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক মো. আবু হানিফ বলেন, ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়