ফের বাড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৩৮, রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, উন্নতমানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। 

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৯৫৪ টাকা। ভরিপ্রতি ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য বেড়েছে ৭৫০ টাকা। নতুন দাম ধার্য করা হয়েছে ৮০ হাজার ৫৪০ টাকা।

এছাড়া সনাতন স্বর্ণের মূল্য ভরিতে বৃদ্ধি পেয়েছে ৮৭৪ টাকা। ধাতুটির দর ঠিক করা হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা। 

এর আগে গত ১০ এপ্রিল স্বর্ণের দর কমানো হয়। অর্থাৎ তার ৫ দিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেলো। 

এরও আগে গত ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সবচেয়ে ভালো মানের প্রতি ভরির দর ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পায়। তাতে মূল্য দাঁড়ায় ৯৯ হাজার ১৪৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়