পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৫৬, সোমবার, ১১ জুলাই, ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন…

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। আহত একজন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর মারা গেছেন। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়