পতেঙ্গা সৈকতে মানুষের ঢল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:০৫, সোমবার, ১১ জুলাই, ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সাগরের সৌন্দর্য আর নির্মল হাওয়ার আতিথেয়তায় পতেঙ্গা সৈকত যেন রূপ নিয়েছে জনসমুদ্রে…

সাগরের সৌন্দর্য আর নির্মল হাওয়ার আতিথেয়তায় পতেঙ্গা সৈকত যেন রূপ নিয়েছে জনসমুদ্রে।

সোমবার ঈদের ছুটিতে সৈকতে ঢল নেমেছে মানুষের। অনেকেরই মুখে নেই মাস্ক। মানছেন না স্বাস্থ্যবিধি। ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

সরেজমিনে দেখা গেছে, সৈকতে এসে কেউ মেতেছেন সমুদ্র স্নানে, কেউবা চড়ছেন স্পিড বোটে। সৈকতে ফুচকা বিলাসেও মেতেছেন অনেকে।

সকাল থেকেই সৈকত অভিমুখে দেখা যায় জনস্রোত। বিকেলে বাঁধ ভেঙে যায় সেই স্রোতের। নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় এ সৈকত।

পতেঙ্গা থানা সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক সমাগম হয়েছে সমুদ্র সৈকতে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা সমুদ্রে গোসল করতে নামছেন তাদের দেওয়া হচ্ছে নানা ধরনের সতর্কতামূলক বার্তা। এ জন্য মাইকিং করা হয়েছে। এছাড়া ইভটিজিং রোধেও কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে আছেন স্বেচ্ছাসেবীরাও।  

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়