ডলার এড়িয়ে ইউয়ানে মস্কোর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ!

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:১৬, বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১৩ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেয়া ঋণ চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ইউক্রেনের সমর্থনে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ডলারে ঋণ পরিশোধ করতে জটিলতা তৈরি হয়। ফলে বাংলাদেশ ও রাশিয়া দীর্ঘ আলোচনা শেষে মার্কিন ডলারের বদলে চীনের মুদ্রা ইউয়ানে দ্বিপক্ষীয় লেনদেন নিষ্পত্তি করতে রাজি হয়েছে। সম্প্রতি রূপপুর পরমাণু কেন্দ্রের ঋণ পরিশোধের বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে রাশিয়ান কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, বাংলাদেশ চীনা একটি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিষ্পত্তি করবে। আর চীনের সিআইপিএস বা ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে রাশিয়ান পক্ষ অর্থ বুঝে পাবে। আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ব্যাংকিং লেনদেন ব্যবস্থা সুইফটের বিকল্প হলো ইউয়ান-ভিত্তিক লেনদেন নির্ভর সিআইপিএস।

এদিকে, ২০২০ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তিতে বাংলাদেশের সাথে মুদ্রা অদলবদলের প্রস্তাব দেয় মস্কো। তবে মার্কিন নিষেধাজ্ঞার পর সেখান থেকে পিছিয়ে আসে। এরপর রাশিয়ার তৈরি পেমেন্ট চ্যানেল- সিস্টেম ফর ট্রান্সফার অব ফিন্যান্সিয়াল ম্যাসেজেস (এসপিএফএস)- এ বাংলাদেশকে যোগ দেওয়ার প্রস্তাব দেয়।  অন্যদিকে, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা মজুতের অংশ হয়ে ওঠা ইউয়ানে বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দেয় রাশিয়াকে। এরপর দীর্ঘ আলোচনা শেষে উভয় দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি চীনের মুদ্রা ইউয়ানে বা রেনমিনবিতে করতে সম্মত হয়।

সংশ্লিষ্টরা বলেন, আলুসহ বিভিন্ন পণ্য রপ্তানি হত রাশিয়ায়। ডলার নিষেধাজ্ঞার কারণে মূল্য পরিশোধের জটিলতায় এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। চীনের মুদ্রা ইউয়ানে মূল্য পরিশোধে সম্মত হওয়ায় আবার রাশিয়ায় বাংলাদেশের রপ্তানির বাজার চালু হবে। এতে চাঙ্গা হবে দেশের অর্থনীতি।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়