ইউক্রেনীয়দের রাশিয়ার নাগরিকত্ব পেতে সহজ শর্ত
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নাগরিকদের জন্য নাগরিকতা পেতে একটি নির্দেশনা জারি করেছেন। ওই ডিক্রির একটি কপি রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সোমবারের ওই নতুন জারিকৃত ওই ডিক্রির মাধ্যমে ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সহজ করে দিয়েছেন পুতিন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে পুতিনের জারিকৃত ওই ডিক্রির একটি কপি রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ইউক্রেনের রুশপন্থী অঞ্চল দোনেৎস্ক, লুহানেস্ক এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসন ও জাপোরিঝজিয়ার বাস করা সাধারণ মানুষদের জন্য রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সহজ করে দিয়ে ডিক্রি জারি করেছিলেন পুতিন।
তবে তখন ওইসব অঞ্চলের বাসিন্দারা রুশ নাগরিকত্বের সুবিধা পেতেন। কিন্তু এবারের ডিক্রিতে পুরো ইউক্রেনের নাগরিকদের জন্যই বিষয়টি সহজ করে দিলেন পুতিন।
দিনবদলবিডি/আরএজে