বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট রায়হান মিয়াকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী ববিতা বেগমের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে।
সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ‘সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের রায়হান মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা বেগম (৩০) বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধানের চাল পরিষ্কার করছিলেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী রায়হান মিয়া বিদ্যুতায়িত হয়।
পরে তাকে উদ্ধার করতে স্ত্রী ববিতা বেগম এগিয়ে আসলে সেও বিদুতায়িত হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী ববিতা বেগমকে মৃত ঘোষণা করেন।
দিনবদলবিডি/এমআর