গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ঢেউটিন ও ঝুট মালামাল।
বুধবার (২২ জুন) ভোর পৌনে ৫টার দিকে ওই ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় স্থানীয় হামিমের মালিকানাধীন একটি ঝুট গুদামে আগুন লাগে।
তিনি বলেন, মুহূর্তে আগুন আশপাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ ৫টি ইউনিট কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ঢেউটিনসহ চারটি ঝুট গুদামের মালামাল পুড়ে গেছে।
দিনবদলবিডি/আরএজে