ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ফরিদপুরে দুই বাসের মখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হয়ে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাসই সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার এসআই মজিবর রহমান।
দিনবদলবিডি/এমআর