ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ফরিদপুরে দুই বাসের মখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন…
ফরিদপুরে দুই বাসের মখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হয়ে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাসই সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার এসআই মজিবর রহমান।
দিনবদলবিডি/এমআর