কেমন ছিলো রাজা চার্লসের রাজ্যাভিষেক, দেখুন ছবিতে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩৩, রবিবার, ৭ মে, ২০২৩, ২৪ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসানের পর ৬ মে যুক্তরাজ্যের রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জমকালো আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার।

তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে।

এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।

রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকারও করেন তিনি।

চার্লসের ঐতিহাসিক রাজ্যাভিষেকে অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও তারকারা ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পৌঁছান।

বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়