মসজিদে নববীর সাবেক ইমাম মারা গেছেন
আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ
মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ খলিল মারা গেছেন। সোমবার (৯ মে) স্থানীয় সময় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ডেইলি পাকিস্তানের।
মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করছিলেন শায়েখ কারি মুহাম্মদ খলিল। গত জানুয়ারি থেকেই অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় তাকে। সবশেষ সোমবার মারা যান তিনি।
১৯৪০ সালে জন্মগ্রহণ করেন শায়েখ কারি মুহাম্মদ খলিল। তিনি এবং তার ভাই মাহমুদ মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শায়েখ কারি মুহাম্মদ খলিল সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ গত রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে তাকে নিয়োগের অনুমোদন দেন। তার মৃত্যুতে পাকিস্তানসহ মুসলিম বিশ্বের একাধিক দেশে শোক প্রকাশ করা হয়েছে।
দিনবদলবিডি/Jannat