বিজ্ঞাপনের আয় থেকে ফেসবুক-ইউটিউবকে দিতে হবে কর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২২, মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২৬ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের ইন্টারনেটে প্রচারিত বিজ্ঞাপন থেকে অর্জিত আয় নিজ দেশে নিতে ফেসবুক-ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোকে ১৫% হারে কর দিতে হবে। এছাড়াও রেডিও-টেলিভিশন থেকে অর্জিত আয় নিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ২০% হারে কর দিতে হবে। ব্যাংকগুলো তা কেটে নেবে। 

৮ মে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, বিদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় রেমিট্যান্স আকারে অনিবাসী প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০% কর কেটে রাখতে হবে। বিদেশে অর্থ পাঠানোর সময় ‘ডিজিটাল মার্কেটিং' ক্যাটাগরিতে ১৫% ও ‘অ্যাডভারটাইজিং ব্রডকাস্টিং' ক্যাটাগরিতে ২০% হারে কর কেটে রাখতে হবে।

অনিবাসী প্রতিষ্ঠানের রেমিট্যান্স পাঠাতে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আগামী জুন পর্যন্ত ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করতে পারবে না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন ও কন্টেন্টের ধরন অনুযায়ী নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে এনবিআর।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়