ক্যাচ তুলে সাজঘরে লিটন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, রবিবার, ১৪ মে, ২০২৩, ৩১ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

অ্যান্ডি ম্যাকব্রাইনকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন কুমার দাস। তার বিদায়ে ২৩.৩ ওভারে ১৩৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ওপেনার তামিম ইকবালের সঙ্গে গড়েন ৭৬ বলে ৭০ রানের জুটি।

ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচে ০ রানে আউট হন লিটন। দ্বিতীয় ওয়ানডেতে ২১ বলে করেন ২১ রান। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে ৩৯ বলে ৩ চার আর এক ছক্কায় ৩৫ রান করে ফেরেন এই টপঅর্ডার ব্যাটসম্যান।

রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয় রনি তালুকদারের। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে তিনি বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেও বেশি দূর যেতে পারেননি। ১৪ বলে ৪ রানেই ফেরেন।

এরপর অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম দুই ম্যাচে ৪৪ ও ১১৭ রানের ইনিংস খেলা শান্ত এদিন ফেরেন ৩২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে।

৬৭ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন তামিম-লিটন। তৃতীয় উইকেটে জুটিতে তাড়া গড়েন ৭৬ বলে ৭০ রানের জুটি। 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়