২০২৩ বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাবর আজম

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১৩, রবিবার, ১৪ মে, ২০২৩, ৩১ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

২০২৩ বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন পাকিস্তানের ক্রিকেট দলের অন্যতম স্বার্থক অধিনায়ক বাবর আজম। খবর ক্রিকেট পাকিস্তানের।

এ বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষামাত্র। সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদসহ অন্যান্য নীতি নির্ধারকরা বাবর আজমের ওপরই আস্থা রাখছেন।

বিশ্বকাপ ছাড়াও এর আগে সবগুলো ম্যাচে নেতৃত্ব দেবেন বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওডিআই ম্যাচ এবং এশিয়া কাপেও পাকিস্তানের নেতৃত্ব দেবেন তিনি।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেয় ৪-১ ব্যবধানে। প্রথম চার ম্যাচ টানা জিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠে এশিয়ার দলটি। অবশ্য শেষ ম্যাচ হেরে শীর্ষস্থান হারিয়েও ফেলেছেন তারা।

এ সিরিজে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৫.২০ গড়ে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান করেন বাবর। 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়