পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ১১
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পাকিস্তানে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন…
পাকিস্তানে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
পাকিস্তানের পুলিশ জানায়, মঙ্গলবার (১২ জুলাই) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার গাবিন জাব্বারের নামক এলাকার কাছে পাহাড়ি পথ থেকে গাড়িটে খাদে পড়ে যায়। এতে ১১ জন নিহত ও দুইজন গুরুতর আহত হন।
পুলিশ আরো জানায়, নিহত ১১ জনকে সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে। তারা বেড়ানো শেষে বাড়ির পথে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে প্রবল বৃষ্টির কারণে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে যায়। ওই ঘটনায় ১৯ যাত্রী নিহত এবং ১২ জন আহত হন। সূত্র: এনডিটিভি
দিনবদলবিডি/Rony