লুঙ্গি পরে কানে গেলেন অরণ্য আনোয়ার
বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ভূমধ্য সাগর তীরের শহর কানে লুঙ্গি পরে ঘুরছেন চলচ্চিত্র নির্মাতা অরণ্য আনোয়ার; তার সঙ্গে আছেন প্রযোজক পুলক কান্তি বড়ুয়া, তার পরনেও লুঙ্গি। এমন ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়।
ফ্রান্সের শহরটিতে এখন চলছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসবে’, সেখানে নিজেদের সিনেমা ‘মা’ নিয়ে গেছেন তারা। তার প্রদর্শনীর আগে তাদের লুঙ্গি পরে ঘুরতে দেখা যাচ্ছে।
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ফেইসবুকে লিখেছেন, “এবার বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির একটা অংশ যেন নির্মাতা অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি বড়ুয়ার হাত ধরেই বিশ্ব দরবারে প্রকাশ পেল।”
অরণ্য আনোয়ার ফ্রান্স থেকে গ্লিটজকে বলেছেন, নিজের পূর্বপুরুষদের ঐতিহ্যকে তুলে ধরতেই তিনি লুঙ্গি পরে উৎসবে ঘুরছেন এবং এর মধ্য দিয়ে নিজের নতুন সিনেমার প্রচারও করছেন।
তবে মূল উৎসবের রেড কার্পেটে নয়, উৎসবের চলচ্চিত্র বাজার এবং বাংলাদেশ বুথে তারা লুঙ্গি পরে গিয়েছিলেন বলে জানান তিনি।
দিনবদলবিডি/এমআর