বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে: আকরাম

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১৮, রবিবার, ২১ মে, ২০২৩, ৭ জ্যৈষ্ঠ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। ডান হাতের আঙ্গুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। 

আর তাই টেস্টে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে চলছে আলোচনা। কে অধিনায়ক হবে সেই সিদ্ধান্ত বোর্ড নিবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

গুঞ্জন রয়েছে মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও নাজমুল হাসান শান্তর মধ্যে কেউ একজন হতে পারেন অধিনায়ক। আকরাম খান মনে করেন, এই তরুণ ক্রিকেটারদের সবার মধ্যেই আছে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলি।

রোববার (২১ মে) গণমাধ্যমকে আকরাম বলেন, 'বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে না হবে। এখন এই নিয়ে কিছু বলার যাবে না। ওরা তো ফিউচার প্লেয়ার (শান্ত-লিটন)। যখনই এদেরকে পিক করা হয়েছিল কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে।'

তিনি আরও বলেন, 'প্রায় ৫-৬ জন্য ক্যান্ডিডেড আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান ক্যাপ্টেন যে আছে, সিলেক্টর, কোচ আছে। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন। যাকে পছন্দ হবে তাকেই নেবে।'

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়