সৌদি-আমিরাতকে নিয়ে নৌ জোটের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:০৪, রবিবার, ৪ জুন, ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করতে নতুন নতুন আঞ্চলিক জোট গঠনের ঘোষণা দিয়েছে ইরান। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ইরাকের নৌবাহিনীর সমন্বয়ে এসব জোট গঠন করা হবে। 

ইরানের টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে এমন চমকের কথা জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

শাহরাম ইরানি বলেন, আঞ্চলিক দেশগুলো এখন ভালোভাবেই বুঝতে পারছে, নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এর আগে অনেকবার যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ইরান। তবে অন্যান্য দেশও এখন বহুমুখী নৌ সহযোগিতায় যুক্ত হতে চায়।

নৌ জোটে অংশ নিতে চাওয়া দেশগুলোর নাম বলতে গিয়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, পাকিস্তান ও ভারতের নাম জানান।

এর আগে ইরান, রাশিয়া ও চীনের সমন্বয়ে একটি নৌ জোট গঠন করা হয়েছিল বলেও জানান শাহরাম ইরানি। তিনি বলেন, এই জোটটি এখন আরও শক্তিশালী করা হচ্ছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়