দেশে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি ডেঙ্গুতে এ বছরের প্রথম মৃত্যু।
মৃত ব্যক্তি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি ৮০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৯৭ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে ১০৬, বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি চারজন চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনের মৃতু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পযন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দিনবদলবিডি/আরএজে