অবশেষে দেশে ঢুকলো ভারতীয় পেঁয়াজ, কমবে দাম

দিনাজপুর সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৩, সোমবার, ৫ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দুই মাস ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। এরই মধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে।

সোমবার (০৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে ঢুকতে শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন ট্রাকে ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। আমদানির অনুমতি পাওয়ার পর এটি প্রথম চালান বলে জানালেন আমদানিকারকরা। অনুমতি না থাকায় গত ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, সোমবার হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। এরই মধ্যে দেশে ঢুকতে শুরু করেছে। এসব পেঁয়াজ মঙ্গলবার থেকে বাজারে গেলে দাম ৩০ টাকার মধ্যে চলে আসবে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বন্দরের ৯ জন আমদানিকারক ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন আজ। আইপি পেয়ে তারা আমদানি শুরু করেছেন। আমদানিকৃত পেঁয়াজ বন্দর থেকে দ্রুত খালাস করা হচ্ছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়